শিরোনাম
টেস্টে ১৩২ বছর পর দেখা গেলো এই অদ্ভুত ঘটনা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ২১:৩০
টেস্টে ১৩২ বছর পর দেখা গেলো এই অদ্ভুত ঘটনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে দেখা গেলো অদ্ভুত ঘটনা। ১৩২ বছর পর এই প্রথম দুই টেস্টের কোনো সিরিজে ৪ জন আলাদা অধিনায়ককে দেখা গেলো। শেষবার এই ঘটনা দেখা গিয়েছিলো ১৮৮৯ সালে।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ডের হয়ে টস করতে আসেন কেন উইলিয়ামসন। তবে দ্বিতীয় টেস্টে চোট পাওয়ায় দু’জনেই খেলছেন না।


শুক্রবার দ্বিতীয় টেস্টে নিয়মিত অধিনায়ক কোহলি ভারতীয় দলে ফেরায় তিনিই অধিনায়কত্ব করছেন। আর নিউজিল্যান্ডের হয়ে টস করতে আসতে হয় টম লাথামকে।


উল্লেখ্য, ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ইংল্যান্ড। সেবার প্রথম ম্যাচে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন আউব্রে স্মিথ। দ্বিতীয় ম্যাচের আগে তার জ্বর হওয়ায় অধিনায়ক হন মন্টি বাউডেন। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ওয়েন ডানেল নেতৃত্ব দিলেও দ্বিতীয় ম্যাচে তাকে সরিয়ে উইলিয়াম মিল্টনকে অধিনায়ক করা হয়।


বিবার্তা/ফরিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com