শিরোনাম
ভুল কিছু করিনি, স্যরি কেন বলব: মাশরাফি
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৬:৩১
ভুল কিছু করিনি, স্যরি কেন বলব: মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নাটকীয় হারের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে তৃতীয় ম্যাচটি অঘোষিত ‘ফাইনালে’ রূপ নিয়েছে। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে খেলোয়াড়দের তর্কে জড়িয়ে পড়ার ঘটনাটি যে পিছু ছাড়ছে না মাশরাফিদের। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গই বার বার উঠেআসে।


বাংলাদেশী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশী ওপেনার তামিম ইকবালের উত্তপ্ত বাক্য বিনিময়ের আগে তামিমের কোনো দোষ ছিল না।


মাশরাফি বলেন, ‘আমি তামিমের পাশেই ছিলাম। তাকে আমি কোনো দোষ করতে দেখিনি। স্বাভাবিকভাবেই সে ইংল্যান্ড খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছে। পরে ভিডিওতে আমি তা দেখেছি। তবে এর জন্য আমি ইংল্যান্ড খেলোয়াড়দেরও দোষ দিতে চাই না।’


সংবাদ সম্মেলনে স্কাই স্পোর্টসের ব্রিটিশ সাংবাদিক টিম আব্রাহাম মাশরাফিকে প্রশ্ন করেন- মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলারের আউটের পর যে এত কিছু হলো, বাংলাদেশের দুই খেলোয়াড় তার জন্য শাস্তিও পেলেন, এসবের জন্য এখন কি মাশরাফি বিন মর্তুজা অনুতপ্ত? তিনি কি বাটলারের কাছে ‘স্যরি’ বলবেন?


মাশরাফি উত্তরটা দিলেন অসাধারণ। বিতর্কিত ওই ঘটনায় নিজেদের অবস্থান তো ব্যাখ্যা করলেনই, নিজের ব্যক্তিত্বটাও তুলে ধরলেন দারুণভাবে। ম্যাশ বলেন, ‘আমরা ভুল কিছু করিনি, তাহলে স্যরি কেন বলব? স্যরি বলার কিছু নেই। আমরা শুধু একটা আউটের পর সেটা উদযাপন করেছি। ওখানে যা-ই হয়েছে, সেসব দেখার জন্য ম্যাচ রেফারি ছিলেন। আবারও বলছি, আমরা শুধু একটা আউটই উদযাপন করেছি।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com