শিরোনাম
যুবি-ধোনির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩৮২
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৩
যুবি-ধোনির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩৮২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রবাদ আছে ‘পুরনো চাল ভাতে বাড়ে’! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিজ্ঞ যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি সেই কাজটিই করে দেখালেন। এদিন দুজনেই সেঞ্চুরির দেখা পান। তাদের সেঞ্চুরির ওপর ভর করেই সফরকারীদের পাহাড় সমান টার্গেট ছুঁড়ে দেয় ভারত।


বৃহস্পতিবার কটকে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮২ রানে সংগ্রহ করে স্বাগতিক ভারত।


এদিন ব্যাট করতে নেমে ইংলিশ পেসার ক্রিস ওকসের বিধ্বংসী তোপের মুখে ২৫ রানের মধ্যেই একে একে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যান লোকেশ রাহুল, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। এমন বিপর্যয়ের মুখে হাল ধরেন যুবরাজ আর ধোনি। দু’জন মিলে গড়লেন ২৫৬ রানের বিশাল এক জুটি।


বুড়ো বয়সে এসেও যে ব্যাটের ঝাঁঝ মোটেও কমেনি সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যুবরাজ সিং। একই সঙ্গে সমালোচকদেরও একহাত নিলেন তিনি। যুবি প্রায় ৬ বছর পর সেঞ্চুরি করে ১৫০ রান তুলে আউট হন। আর ধোনি প্রায় চার বছর পর সেঞ্চুরি করে ১৩৪ রান করে আউট হন।


বল হাতে ইংল্যান্ডের ক্রিস ওয়াকস একাই ৪টি উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট।


আজ ভারত জিতলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে। আর ইংল্যান্ড জিতলে সিরিজে সমতা ফিরবে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com