শিরোনাম
বাবর আজমের অনন্য রেকর্ড
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৫:৫৭
বাবর আজমের অনন্য রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে পার্থে স্বাগতিকদের ২৬৪ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান। এদিন ব্যাটিংয়ে নেমে অনন্য রেকর্ড গড়েছেন পাক ব্যাটসম্যান বাবর আজম। খেলেছেন ৮৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস।


আর এই ইনিংসটি খেলার পথে তিনি ছুঁয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড। মাত্র ২১ ইনিংসেই ওয়ানডেতে হাজার রানের মাইলফলক পার হওয়ার রেকর্ড গড়েন বাবর।


তবে সমান ইনিংসে এর আগে রেকর্ডটি গড়েছিলেন ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও কুইন্টন ডি কক।


জোনাথন ট্রট ও কুইন্টন ডি কক বাবরের সমান ম্যাচে এই রান করেন। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস খেলেছেন ২২টি ম্যাচ। আর সাবেক ইংলিশ তারকা পিটারসেন খেলেছেন ২৭টি ম্যাচ। সর্বপ্রথম ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে দ্রুততম হাজার রানের মালিক হন রিচার্ডস।


এর আগে আগে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন তরুণ বাবর। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান। ফলে সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com