শিরোনাম
টি-টোয়েন্টিতে মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ২১:৪৪
টি-টোয়েন্টিতে মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টিতে শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে টপকে এখন সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে এতদিন ৮৪ ম্যাচে ১০৭ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন মালিঙ্গা।


রবিবার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের দুই তারকা ক্রিকেটার রিচি বিরিংটন ও মাইকেল লিস্কের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টির শীর্ষ স্থান দখল করে নেন সাকিব। এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ১০৮।


এদিন দুই উইকেট শিকার করে সাকিব পৌঁছে যান অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের মাইলফলকও ছুঁইয়ে ফেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।


শুধু তাই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রান, আর ৬০০ উইকেটের ডাবল কীর্তি গড়লেন সাকিব। যে রেকর্ড গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিও গড়তে পারেননি।


দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডারদের জ্যাক ক্যালিস, ১২ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৫৭৭ উইকেট শিকার করেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com