শিরোনাম
ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান!
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭
ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।


বিষয়টি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন ঐ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।


বিসিবির প্রধান নির্বাহী বলেন, বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সফরে সব ফরম্যাটেই খেলা থাকবে, তবে ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।


ছয় বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলো পাকিস্তান।


টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। একমাত্র টি-টুয়েন্টিও জিতেছিলো টাইগাররা।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com