শিরোনাম
পেলের রেকর্ড ভেঙে দিলেন মেসি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩
পেলের রেকর্ড ভেঙে দিলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এতে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আলবিসেলেস্তারা। বুয়েন্স আইরেসে ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিলো আর্জিন্টিনা। খেলার ১৪ মিনিটে ড্যানিয়াল পারেডেসের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন অধিনায়ক মেসি। আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।


তবে দ্বিতীয়ার্ধে আবারো সাফল্য পায় স্বাগতিকরা। এবার ৬৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মেসি। আর ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।এর মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙে দেন মেসি। এখন জাতীয় দলের হয়ে তার মোট গোল ৭৯। পেলের গোল ৭৭।


এই ৭৯ গোল করতে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি খেলেছেন ১৫৩ ম্যাচ। এর সুবাদে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের (পুরুষ) তালিকায় মেসি আছেন শীর্ষে। তৃতীয় স্থানে আছেন তার পিএসজি সতীর্থ নেইমার। যিনি ১১২ ম্যাচে করেছেন ৬৮ গোল। আর বিশ্ব ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি আছেন ষষ্ঠ স্থানে। অবশ্য এই তালিকায় তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন শীর্ষে। ১৮০ ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে রোনালদোর গোল ১১১টি।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com