শিরোনাম
টেস্টে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ২১:৩৬
টেস্টে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেস্টে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনই লঙ্কানদের ইনিংস ও ১১৮ রানে হারায় প্রোটিয়ারা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


জোহানেসবার্গে হাশিম আমলার শততম ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জেপি ডুমিনি ১৫৫ ও আমলা ১৩৪ রান করেন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন (শুক্রবার) শেষে ৪ উইকেটে ৮০ রান তুলে শ্রীলঙ্কা।


তবে তৃতীয় দিন (শনিবার) ১৩১ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে সফরকারীরা। ফলে দ্বিতীয় ইনিংসে আবারো শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। কিন্তু এই ইনিংসে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ১৭৭ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে দিমুত্র করুনারত্নে সর্বোচ্চ ৫০ রান করেন।


দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়েন পার্নেল ৪টি ও ডুয়ানি ওলিভার ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন জেপি ডুমিনি।


উল্লেখ্য, টেস্ট সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে টি-২০ সিরিজ। আর ওয়ানডে সিরিজ শুরু হবে ২৮ জানুয়ারি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com