শিরোনাম
প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৯:৫০
প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেমুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত বানাম ইংল্যান্ড। উভয় দলই প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায়। তাই কেই কাউকে ছেড়ে কথা বলতে নারাজ।রবিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।


এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতের নয়া দলপতি বিরাট কোহলির। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব মহেন্দ্র সিং ধোনি ছেড়ে দেয়ায় এই দুই ফরম্যাটের দায়িত্ব পান কোহলি। ফলে ভারত ক্রিকেটের তিন ফরম্যাটেরই অধিনায়ক এখন কোহলি।


তিন ফরম্যাটের দায়িত্ব পেয়ে বেশ খুশি কোহলি নিজেও, ‘তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়ে আমি সত্যি অনেক বেশি উচ্ছ্বসিত। আমার ওপর আরও বেশি দায়িত্ব এসেছে এবং এটি আরও ভালো খেলতে আমাকে উৎসাহি করবে।’


কোহলির নেতৃত্বেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায় ভারত। এবার ওয়ানডে সিরিজে ভালো খেলতে চান ভারতের নতুন অধিনায়ক।


এদিকে টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরমেন্স হলেও ওয়ানডেতে ঘুড়ে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ইংল্যান্ডের। ওয়ানডে অধিনায়ক ইয়োইন মরগানের কন্ঠে তেমনই সুর, ‘টেস্ট সিরিজের স্মৃতি এখন পুরনো। নতুন ফরম্যাটে খেলতে হবে এখন। নতুন মানসিকতা নিয়ে সবাই খেলবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিন ম্যাচেই ভালো খেলতে হবে আমাদের। আবারো জয়ের ফিরে আসবো আমরা।’


ভারত সম্ভাব্য একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল/আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, যুবরাজ সিংহ, কেদার যাদব, হৃার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র/রবিচন্দ্রন অশ্বিন,, জসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।


ইংল্যান্ড সম্ভাব্য একাদশ : ইয়োইন মরগান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, জশ বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও লিয়াম প্লাংকেট/লিয়াম ডসন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com