শিরোনাম
ভুটানের কাছেও হার বাংলাদেশের
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ০৯:২৮
ভুটানের কাছেও হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়ান কাপের প্লে–অফের ফিরতি লেগে ভুটানের কাছে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই পরাজয়ের ফলে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার স্বপ্ন ধুলিসাৎ হলো লাল-সবুজ জার্সিধারীদের।


সোমবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি কোয়ালিফাইং রাউন্ডের প্লে অফ ম্যাচে স্বাগতিক দলের কাছে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।


১২ বারের দেখায় এই প্রথম ভুটানের কাছে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ। আগের ১১ ম্যাচের ৮টিই জিতেছিল বাংলাদেশ, ড্র হয়েছিল ৩টি ম্যাচ।


ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জালে পাঠিয়ে ভুটানকে এগিয়ে দেন জিগমে দর্জি।


ম্যাচের ২৭ মিনিটে আবারও গোল। এবার গোলরক্ষক নিজেই ভূমিকা রাখেন। বক্সের মধ্যে উড়ে আসা একটি বল ক্লিয়ারে ব্যর্থ হন রানা। তার জায়গায় ফেরার আগেই হেড করে জালে জড়ান চাংনচো গ্রাস্টাইন (২-০)।


৩৪তম মিনিটে শরীফকে উঠিয়ে জুয়েল রানাকে মাঠে নামান কোচ। গতি ফিরে খেলায়। নেমেই জুয়েল রানার শট পোস্টের ওপর দিয়ে বাইরে চলে যায়। ৩৭ মিনিটে বলার মতো আক্রমণে যায় বাংলাদেশ। ডানদিক দিয়ে জুয়েলের বাড়ানো বলে জটলার মধ্যে মামুনুলের শট রক্ষা করেন ভুটানের গোলরক্ষক। কিছুটা গুছিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু গোলমুখে জুয়েল রনির এলোমেলে শট জালের ঠিকানা খুঁজে পাচ্ছিলো না।


বিরতির পর রনির জায়গায় এমিলিকে নামান সেইন্টফিট। অবশেষে ৬৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মামুনুলের ফ্রি-কিকে রুবেল মিয়ার মাথা ছুয়ে ভুটানের জালে বল প্রবেশ করলে ব্যবধানে কমে (২-১)।


৭৪ মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন এমিলি। হেমন্তের দারুণ ক্রস এমিলির পায়ে লাগালেও তা চলে যায় গোলরক্ষের হাতে। পরের মিনিটেই আবদুল্লাহকে উঠিয়ে এনামুলকে মাঠে নামান কোচ। আর এর পরই চাংনচোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভুটান।


এটি ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম হার। এর আগে ঢাকায় বাছাই পর্বের প্লে অফের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিলো।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com