শিরোনাম
বেসিন রিজার্ভের ‘সেরা দশে’ সাকিব
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৭, ১৪:৪০
বেসিন রিজার্ভের ‘সেরা দশে’ সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে তৃতীয় বাংলাদেশী হিসেবে দ্বিশতক হাঁকানোর কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন ২১৭ রান করে ফেরার আগে বেশ কয়েকটি কীর্তি গড়েছেন এই বাঁহাতি।


বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি বেসিন রিজার্ভের মাঠে বিশ্বের বড় বড় ক্রিকেটারদের নামের পাশে নিজের নাম লেখিয়েছেন সাকিব।


কিউইদের বিপক্ষে সাকিবের ২১৭ রানের এই ইনিংসটি জায়গা করে নিয়েছে বেসিন রিজার্ভের সেরা দশ ইনিংসে। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ৩০২ রানের অসাধারণ ইনিংস খেলে এই তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। পরের অবস্থানে রয়েছেন সাবেক কিউই অধিনায়ক মার্টিন ক্রোর ২৯৯ রান।


আর টাইগার ব্যাটসম্যান সাকিব আল হাসানের খেলা এই ইনিংসটির অবস্থান ৯ নম্বরে। এদিন ২৭৬ বলে ২১৭ রান করে ফেরার ইনিংসে ৩১টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


বেসিন রিজার্ভের সেরা ১০টি ইনিংস:
১। ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) – ৩০২ প্রতিপক্ষ ভারত- ২০১৩ সাল।
২। মার্টিন ক্রো (নিউজিল্যান্ড) – ২৯৯ প্রতিপক্ষ শ্রীলঙ্কা- ১৯৯০ সাল।
৩। অরববিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা) – ২৬৭ প্রতিপক্ষ নিউজিল্যান্ড- ১৯৯০ সাল।
৪। জ্যাকি ম্যাক্লিউ (দক্ষিণ আফ্রিকা) – ২৫৫* প্রতিপক্ষ নিউজিল্যান্ড- ১৯৫২ সাল।
৫। গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া) – ২৪৭* প্রতিপক্ষ নিউজিল্যান্ড- ১৯৭৩ সাল।
৬। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – ২৪২* প্রতিপক্ষ শ্রীলঙ্কা ২০১৩ সাল।
৭। অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া)- ২৩৯ – প্রতিপক্ষ নিউজিল্যান্ড- ২০১৩ সাল।
৮। লু ভিনসেন্ট (নিউজিল্যান্ড)- ২২৪ – প্রতিপক্ষ শ্রীলংকা – ২০০৪ সাল।
৯। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২১৭ প্রতিপক্ষ নিউজিল্যান্ড- ২০১৭ সাল।
১০। ম্যাথিউ সিনক্লেয়ার (নিউজিল্যান্ড) ২১৪ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- ১৯৯৯ সাল।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com