শিরোনাম
ম্যাচ সেরা আফিফ হোসেন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ২২:০৩
ম্যাচ সেরা আফিফ হোসেন
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আফিফ হোসেন। স্নায়ু চাপের ম্যাচে শেষ মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অগ্রণী। সফলতার স্বীকৃতি স্বরূপ পেলেন ম্যাচ সেরার পুরস্কার।


১২২ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে ৫ উইকেট পড়ে গেলে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ে উপহার দেন আফিফ।


ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৫৬* রানের অবিচ্ছি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। দলের জয়ে ৩১ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩৭ রান করেন আফিফ হোসেন। ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সোহান।


বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।


টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া:
২০ ওভারে ১২১/৭ ( মিচেল মার্শ ৪৫, ময়েজেস হেনরিকস ৩০; মোস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭)।


বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (আফিফ ৩৭*, সাকিব ২৬, মেহেদি ২৩, নুরুল হাসান ২২*)।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com