শিরোনাম
ফুটবলে দ্বিতীয়বার খেতাব জয়ে এক ধাপ এগিয়ে ব্রাজিল
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১১:৩২
ফুটবলে দ্বিতীয়বার খেতাব জয়ে এক ধাপ এগিয়ে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিশরকে হারিয়ে টোকিও অলিম্পিকে সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। ফলে অলিম্পিকের সোনা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়ে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। মিশরের বিরুদ্ধে ১-০ গোলে জিতে গতবারের অলিম্পিক্স খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে আরো একধাপ এগোলো ব্রাজিল।


গতবারই দীর্ঘ হতাশার পর নিজেদের দেশে অলিম্পিক গোল্ড মেডেল জয়ের স্বপ্ন সার্থক করেছিলো ব্রাজিল ফুটবল দল। নিজেদের খেতাবকে ডিফেন্ড করার লক্ষ্যে এদিন আরো একধাপ এগিয়ে গেলো সেলেসাও বাহিনী। গোটা টুর্নামেন্ট জুড়েই ব্রাজিলের হয়ে ছন্দে দেখিয়েছে রিচার্লিসনকে। এদিন গোল না করলেও গোলের ঠিকানা লেখা পাসটি বাড়ান তিনি।


৩৭ মিনিটে ম্যাথিয়াস কুনিয়া ব্রাজিলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন। ম্যাচের ৮৭ মিনিটে গোল করার মিশরের হয়ে আক্রম তৌফিক গোল করার সুযোগ পেলেও ব্রাজিলের খেলোয়াড়রা তা ক্লিয়ার করতে সক্ষম হয়। গোটা ম্যাচে নিজেদের সেরা ফর্মে না খেলেই অনায়াসে মিশরকে পরাস্ত করে সেলেসাও বাহিনী। সেমিফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।


অন্যদিকে, আইভরি কোস্টকে ৫-২ হারিয়ে সেমিফাইনালে উঠল স্পেন। সেমিফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল, স্পেন মাঠে নামবে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে। যদিও মাত্র দিন কয়েক আগে ব্রাজিল ও স্পেন, দুই দলই যথাক্রমে কোপা আমেরিকা এবং ইউরোর খেতাব জয়ের কাছে গিয়েও খালি হাতেই ফিরেছিলো। তবে আন্তর্জাতিক স্তরে না হলেও অলিম্পিক্সের শেষে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলো দুই দলই।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com