শিরোনাম
অলিম্পিকে অদ্ভুত বুদ্ধিমত্তায় পদক জিতলেন তরুণী!
প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৫:১৩
অলিম্পিকে অদ্ভুত বুদ্ধিমত্তায় পদক জিতলেন তরুণী!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টোকিও অলিম্পিকে কন্ডোমের অদ্ভুত ব্যবহার দেখলো বিশ্ব। অস্ট্রেলিয়ার এক প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন কনডোমের সাহায্যে। এমনই অবাক ঘটনা ঘটলো অলিম্পিকে।


নিয়ম অনুযায়ী অলিম্পিক ভিলেজে ঢোকার সময় প্রতিযোগীদের কন্ডোম দেয়া হয়। অস্ট্রেলিয়ার ক্যানোইস্ট জেসিকা ফক্স সেই কনডোম ব্যবহার করলেন তার নৌকা (কায়াক) সারানোর জন্য। নেটমাধ্যমে এই ঘটনা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।


ইন্সট্রাগ্রামের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কার্বোনের প্রলেপ লাগানো হচ্ছে নৌকা তথা কায়াকের ক্ষতিগ্রস্ত স্থানে। তারপর সেখানে কনডোম পরাচ্ছেন জেসিকা। নেটমাধ্যমে তিনি লেখেন, “বাজি ধরতে পারি যে কনডোম দিয়েও নৌকা সারানো যায়, এটা কেউ জানত না।”


অলিম্পিকে কে-১ বিভাগে তৃতীয় পদক জিতলেন জেসিকা। ২০১২ অলিম্পিকে লন্ডনে রুপা জিতেছিলেন তিনি। রিও অলিম্পিকের পর টোকিওতেও ব্রোঞ্জ জিতলেন জেসিকা। পদক জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com