শিরোনাম
শেষ ম্যাচে ভারতকে হারালো শ্রীলঙ্কা
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ০৯:১৩
শেষ ম্যাচে ভারতকে হারালো শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে হারের মুখ দেখতে হলো ভারতকে। আবিস্কা ফার্নান্ডো এবং রাজাপাক্ষার অনবদ্য ইনিংসের সুবাদে ৩ উইকেটে জিতলো শ্রীলঙ্কা। ফলে ৩ ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ ম্যাচের ব্যবধানে।


প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিলো ভারত। সম্ভবত সেকারণেই এদিন ভারতীয় দলে ছয়টি পরিবর্তন করেন কোচ রাহুল দ্রাবিড়। অভিষেক হয় নীতীশ রানা, সঞ্জু স্যামসন, রাহুল চাহার, চেতন সাকারিয়া ও কৃষ্ণাপ্পা গৌতমের। একসঙ্গে পাচজনের অভিষেক! ফলে অভিজ্ঞতার অভাবে ভুগতে হলো ভারতকে।


কলোম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়ার অধিনায়ক শিখর ধাওয়ান। ভারতের স্কোর যখন ৩ উইকেটে ১৪৭ রান, তখনই বৃষ্টি নামে। ১ ঘণ্টার বেশি সময় বন্ধ ছিলো খেলা। যার ফলে ম্যাচ কমিয়ে ৪৭ ওভারের করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত ভারত তোলে ২২৫ রান। দলের হয়ে সর্বোচ্চ পৃথ্বী শ’ ৪৯ এবং সঞ্জু স্যামসন ৪৬ রান করেন।


পরে ডাকওয়ার্থস লুইস নিয়ম অনুযায়ী, শ্রীলঙ্কাকে ২২৭ রানের টার্গেট দেয়া হয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও এক উইকেটের পতনের পর ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। রাজাপাক্ষা এবং আবিস্কা ফার্নান্ডো জুটি বেঁধে দলের স্কোর ১৪৪ রান পর্যন্ত পৌঁছে দেন। ব্যক্তিগত ৬৫ রানের মাথায় রাজাপাক্ষাকে ফিরিয়ে দেন সাকারিয়া। দ্রুত ধনঞ্জয় ডি সিলভাকেও ফেরান তরুণ বাঁহাতি পেসার।


এরপর আসালাঙ্কার সঙ্গে জুটি বেঁধে ভারতের স্কোরের আরো কাজে পৌঁছে যান আবিস্কা। শেষ দিকে আরো কয়েকটি উইকেট তুলে নিয়ে ভারত খেলায় ফেরার চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। আবিস্কা ফার্নান্ডো করেন ৭৬ রান।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com