শিরোনাম
সিরিজ হারের পর এবার জরিমানার মুখোমুখি লঙ্কানরা
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ০৮:২৮
সিরিজ হারের পর এবার জরিমানার মুখোমুখি লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কলম্বোতে মঙ্গলবার (২০ জুলাই) ভারতের কাছে দ্বিতীয় ওয়ানডে পরাজয়ে সিরিজ হারালো শ্রীলঙ্কা। হারের ক্ষত আরো দগদগে হয়ে উঠলো স্লো ওভার রেটের কারণে পাওয়া শাস্তিতে। স্বাগতিকদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং আইসিসি বিশ্ব সুপার লিগ থেকে একটি পয়েন্ট কাটা গেলো তাদের।


নির্ধারিত সময়ের চেয়ে একটি ওভার কম করেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা। এই অপরাধে তাদের শাস্তি দিয়েছেন আইসিসি ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল্লে। আইসিসির খেলোয়াড় আচরণবিধি অনুযায়ী স্লো ওভার রেটের দায়ে খেলোয়াড়দের জরিমানা দিতে হবে এবং সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী পয়েন্টও হারাবে।


স্লো ওভার রেটের অপরাধ স্বীকার করেছেন শানাকা এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের ১২তম স্থানে শ্রীলঙ্কা। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা আট দলের মধ্যে থাকতে হবে তাদের।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com