শিরোনাম
তামিম-মুশফিককে ছাড়াই মাঠে নামছে টাইগাররা
প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৩:৪০
তামিম-মুশফিককে ছাড়াই মাঠে নামছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভের পর এবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মুমিনুল পেরেছেন, তামিম পেরেছেন, এবার পরীক্ষা মাহমুদউল্লাহ রিয়াদের।


কিন্তু মুমিনুল আর তামিম ইকবাল যাদের পেয়েছেন, তাদের সবাইকে কিন্তু দলে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বিশেষ করে টেস্ট সিরিজ খেলেছেন তামিম-মুশফিক দু’জনই। কিন্তু বাবা-মা করোনা আক্রান্তের খবর শুনে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসেন মুশফিকুর রহীম।


তামিম ইকবাল মুশফিককে ছাড়াই খেলেছেন ওয়ানডে সিরিজ। কিন্তু এখানেও দেখা গেছে বিপত্তি। কাঁধের ইনজুরির কারণে অন্তত দুই মাসের জন্য দল থেকে ছিটকে পড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শেষ দুটি ওয়ানডে তিনি খেলেছেন ইনজুরিকে সঙ্গী করে, অনেকটা ঝুঁকি নিয়েই।


কিন্তু টি-টোয়েন্টি তিনি খেলতে পারছেন না। এর অর্থ, দলের দুই সিনিয়র সদস্য এবং নিয়মিত পারফরমার তামিম-মুশফিককে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে নামতে হবে বাংলাদেশকে।


টি-টোয়েন্টির এই ম্যাচটি বাংলাদেশের সামনে মাইলফলকেরও বটে। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে এবা বাংলাদেশের শততম ম্যাচ। ওয়ানডে এবং টেস্টের শততম ম্যাচকে জয়ের রঙে রাঙিয়েছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টির শততম ম্যাচে মাহমুদউল্লাহর সামনে তাই বড় একটি চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। তিনি পারবেন তো বাংলাদেশকে জয় উপহার দিতে!


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। যার প্রথমটিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা এই ম্যাচটি। বিশ্বকাপের আগে বাংলাদেশ আরও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com