শিরোনাম
টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা
প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১৩:৪৩
টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিজ জেতা হয়েছে আগের ম্যাচেই। এবার জিম্বাবুয়েকে তাদের মাঠেই প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার মিশন বাংলাদেশের। মঙ্গলবার (২০ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ টস ভাগ্য থাকলো তামিম ইকবালের পক্ষে। শুরুতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালেন তিনি। বল হাতে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।


হারারে স্পোর্টস ক্লাবে এই ম্যাচটি জিতলে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরো ১০ পয়েন্ট নিশ্চিত হবে টাইগারদের। এই ১০ পয়েন্ট পেলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।


এখানেই শেষ নয়, আরও দুটি অর্জনের হাতছানি টাইগারদের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয় আর ষষ্ঠ হোয়াইটওয়াশ। দল যে ফর্মে আছে তাতে সবই পেয়ে যেতে পারে। জিম্বাবুয়ে-বাংলাদেশ এ পর্যন্ত ৭৭ ম্যাচ খেলেছে। বাংলাদেশের জয় ৪৯টি আর হার ২৮টি। এখন লড়াইটা একেবারে একপেশে। বাংলাদেশ জিতেছে সবশেষ ১৮ ম্যাচে।


ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে ১৫৫ রানের জয়। পরের ম্যাচে সাকিব আল হাসানের দাপটে ৩ উইকেটে জিতে সিরিজটা নিজেদের করে নেয় টাইগাররা। এবার হোয়াইটওয়াশ মিশন। ৩ ম্যাচের সিরিজে ১৪তম হোয়াইটওয়াশের দিকে তাকিয়ে বাংলাদেশ।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com