শিরোনাম
সামনে নতুন ৩ রেকর্ডের হাতছানি , জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা
প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১২:২৫
সামনে নতুন ৩ রেকর্ডের হাতছানি , জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডেতে জিম্বাবুয়ে বিপক্ষেই বাংলাদেশের সবচেয়ে বেশি সিরিজ ও ম্যাচ জয়। হোয়াইটওয়াশও এই দলকেই বেশিবার করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই।


মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। সামনে নতুন তিনটি রেকর্ডের হাতছানি- জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয়, ষষ্ঠ হোয়াইটওয়াশ ও বিশ্বকাপ সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট!


বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে। ১৫৫ রান ও ৩ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ফেললেও এই ম্যাচ কোনো নিয়মরক্ষার নয়। কারণ এর আগে শ্রীলঙ্কার কাছে শেষ ম্যাচ হেরে ১০ পয়েন্ট খোয়ানোর স্মৃতি এখনো মুছে যায়নি। তাই জিম্বাবুয়েকে শেষ ম্যাচে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।


এই ম্যাচ জিতলে সিরিজ থেকে পাওয়া ৩০ পয়েন্টে সুপার লিগের টেবিলের শীর্ষ দল ইংল্যান্ডের (৯৫) সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে ১৫ পয়েন্টে। ৭০ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শীর্ষে উঠেছিল তারা। কিন্তু পেছনে পড়ে গেছে ইংল্যান্ডের। শ্রীলঙ্কার মতো জিম্বাবুয়ের কাছেও যেন ১০ পয়েন্ট না হারায়, তাই সতর্ক বাংলাদেশ।


একনজরে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম, মোসাদ্দেক হোসেন/ মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com