শিরোনাম
অভিমানে পিকের অবসর ঘোষণা
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৬:৫২
অভিমানে পিকের অবসর ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের পর রাগে-ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের তারকা খেলোয়াড় জেরার্ড পিকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত স্পেনের জার্সি গায়ে খেলবেন বলে জানিয়েছেন বার্সেলোনার এই খেলোয়াড়।


আলবেনিয়ার বিপক্ষে ম্যাচে জাতীয় দলের ফুলহাতা জার্সি কেটে হাফহাতা বানিয়ে খেলতে নেমেছিলেন পিকে। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেক সমর্থকের দাবি, জার্সির হাতের ওই অংশটায় স্পেনের পতাকার ছবি থাকে। পিকে নাকি স্পেনকে ‘অসম্মান’ করতেই জার্সির হাতা কেটেছেন! কারণ তিনি তো শুরু থেকেই কাতালানদের স্বাধীনতার পক্ষে কথা বলে আসছেন।


জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত জানিয়ে পিকে বলেন, ‘আমি সব ভাবেই চেষ্টা করেছি। কিন্তু আর এগুলো নিতে পারছি না। আজকে এই জার্সির হাতা কাটার ইস্যুটা আমার ধৈর্য্যের বাধ ভেঙে দিয়েছে।’


তিনি আরও বলেন, ‘এটা আবেগের বশে হঠাৎ করেই নেয়া কোনো সিদ্ধান্ত নয়। এটা নিয়ে আমি অনেকে ভেবেছি। আমি স্পেনের পক্ষে সব সময়ই সর্বোচ্চটা দিয়েছি। তবে আমি স্পেনের ১০০তম ম্যাচটি খেলতে চাই। খেলতে চাই আগামী বিশ্বকাপ। বিশ্বকাপের পর আমি নিজেই জাতীয় দল থেকে সরে দাঁড়াব।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com