শিরোনাম
মাশরাফি-সাব্বিরকে জরিমানা, বাটলারকে সতর্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৬:০৮
মাশরাফি-সাব্বিরকে জরিমানা, বাটলারকে সতর্ক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে এঘটনায় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে শুধু সতর্ক করা হয়েছে।


সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেয়া ২৩৯ রানের সাদামাটা লক্ষ্যে শুরুতে চার উইকেট নিলেও ক্রমেই হুমকি হয়ে উঠছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে তাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন তাসকিন। সে সময় বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ইংলিশ অধিনায়ক।


এদিন তাসকিনের করা ২৮তম ওভারের প্রথম বলে খেলতে গিয়ে মিস করেন বাটলার। ফলে বল পায়ে লাগলে বেশ জোরালো আবেদন করেন তাসকিন। কিন্তু আম্পায়ার তাতে সাড়া না দিলে বেশ উত্তেজিত হয়ে পড়েন তিনি। এরপর অধিনায়কের সঙ্গে আলোচনা রিভিউর সিদ্ধান্ত নেন তারা। রিভিউতে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত আসলে উদযাপন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।


বাংলাদেশের এমন উদযাপন পছন্দ হয়নি বাটলারের। জড়িয়ে পড়েন বিতর্কে। এ সময় তার সঙ্গে তর্কে জড়ান সাব্বির-মাহমুদউল্লাহরাও।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com