শিরোনাম
কোহলিকে টপকে শীর্ষে বাবর আজম
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৬:৩৪
কোহলিকে টপকে শীর্ষে বাবর আজম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৩ বছর ৪৪ দিন ধরে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার তাকে টপকে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।


বুধবার (১৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা গেছে- ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন বিরাট কোহলি। তার চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে অর্থাৎ ৮৬৫ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানটি দখল করেছেন বাবর আজম।


হালনাগাদ র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে পাকিস্তানের আরো কয়েকজন তারকার।তারা হলেন পাকিস্তানের ফাখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর পাক দলের ব্যাটসম্যানদের এমন উন্নতি ঘটেছে।


সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন বাবর আজম। সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে একটি সেঞ্চুরি, এতটি ফিফটিতে ২২৮ রান সংগ্রহ করেছেন বাবর। এর মধ্যে শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ইনিংসের সুবাদে পেয়েছে ১৩টি মূল্যবান রেটিং পয়েন্ট। সবমিলিয়ে এ সিরিজে তার অর্জন ২৮ রেটিং পয়েন্ট। যা তাকে কোহলিকে হটিয়ে এক নম্বরে স্থান পাইয়ে দিয়েছে।



বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com