শিরোনাম
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৭
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ছয় হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২৫ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রান সংগ্রহের মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব।


ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সাকিবের সংগ্রহ ছয় হাজার রান। আর বল হাতে বাঁহাতি এ স্পিনার শিকার করেন ৩০০ উইকেট।


লম্বা সময় পর উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমেই মাত্র ৮ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট। সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮১ বল খেলে তিন বাউন্ডারিতে সংগ্রহ করেন ৫১ রান।


সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ২০৯ ওয়ানডে, ৭৬ টি-টোয়েন্টি ও ৫৬ টেস্টে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৬৫ রান সংগ্রহ করেন। আর বল হাতে সব মিলে ৩৪১ ম্যাচে ৫৬৮ শিকার উইকেট করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com