
অবশেষে ঘরের মাঠ অ্যানফিল্ডে অপরাজেয় থাকার দৌড় থামল লিভারপুলের। তাও অলরেডদের কপাল পুড়েছে বার্নলির মতো পুঁচকে দলের হাতে।
প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামে ইউর্গেন ক্লপের দল। এমনিতে স্বস্তিতে নেই লিভারপুল। হঠাৎ একের পর এক ম্যাচে পয়েন্ট বিসর্জন দিয়ে চলতি মৌসুমের শীর্ষস্থান হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।
তার জন্য বার্নলির বিপক্ষে জয়কে পাখির চোখ করেছিল লিভারপুল। কিন্তু ম্যাচের শেষদিকে তাদের অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় বার্নলি। ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে ডি-বক্সের ভেতর অ্যাশলে বার্নেসকে বাধা দিয়ে বসেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সফল স্পট-কিকে বার্নলিকে ১৯৭৪ সালের পর অ্যানফিল্ডে জয় এনে দেন বার্নেস।
প্রায় ৪ বছর আগে লিগে ঘরের মাঠে হেরেছিল লিভারপুল। ২০১৭ সালের এপ্রিলে ক্রিস্টাল শেষ দল হিসেবে অ্যানফিল্ড থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছিল। এরপর থেকে অপরাজিত ছিল লিভারপুল।
এই হারে ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে ক্লপের দল। ১৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে ওঠে এসেছে বার্নলি।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]