
টস জিতে বল করতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য তুলে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজের দ্বিতীয় বলে লেগবিফোরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন ওপেনার সুনিল আম্ব্রিস। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১৩ রান। ব্যাট করছেন ম্যাকার্থি (৪) ও সিলভা (৪)।
রুবেলের প্রথম ওভারের শেষ বলে দিনের প্রথম ছয়টি মেরেছিলেন আম্ব্রিসই। কিন্তু দ্বিতীয় ওভারে আর সুবিধা করতে পারলেন না। মোস্তাফিজের ফুলার লেংথের বল ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন। শুরুতে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু রিভিউতে তার আবেদন টেকেনি। বিদায় নেন ৭ রান করে।
চতুর্থ ওভারে মোস্তাফিজ তিন বল করার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে মাঠ ঢেকে রাখা হয়েছে কভার দিয়ে। বুধবার সকাল থেকেই ঢাকায় গুমোট আবহাওয়া। মধ্য দুপুর পর্যন্ত সূর্যর দেখা মেলেনি। বৃষ্টির আগ পর্যন্ত ৩.৩ ওভার খেলা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ১ উইকেট হারিয়ে তুলেছে ১৫ রান।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]