
ওয়েস্ট ইন্ডিজ সিরিজেকে সামনে রেখে দলগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সোমবার (১১ জানুয়ারি) অনুশীলনে ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ।
নেটে অনুশীলন করার সময় তামিম ইকবালের স্ট্রেইট ড্রাইভ করা বল আটকাতেই গিয়েই বিপাকে পড়েন তিনি। এ সময় তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙুলের মাঝামাঝি জয়েন্ট ফেটে গেছে। সেলাই দিতে হয়েছে তিনটি। সেই সঙ্গে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওয়ানডে সিরিজে তাকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের পরই নিশ্চিত হওয়া যাবে তিনি খেলতে পারবেন কি না।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]