শিরোনাম
আমি একদম ঠিক আছি: সৌরভ গাঙ্গুলি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২১, ১৬:২০
আমি একদম ঠিক আছি: সৌরভ গাঙ্গুলি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে হাসপাতাল ছেড়েছেন। বাড়ি যাওয়ার আগে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানানোর সঙ্গে সৌরভ জানিয়ে গেছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ।


বুধবার (৬ জানুয়ারি) তার বাড়ি ফেরার খবর পেয়ে অনেক ভক্ত ভিড় করেছিলেন হাসপাতালের সামনে। আজও ভিড় ছিল অনেক। তাদের ভালোবাসার জবাব হাত নেড়ে দিয়েছেন ‘প্রিন্স অব ক্যালকাটা’। আর সবার উদ্দেশে বলেছেন, আমরা আমাদের জীবন বাঁচাতে হাসপাতালে আসি। এটাই সত্য। আমি উডল্যান্ডস হাসপাতাল ও এখনকার সব চিকিৎসকদের ধন্যবাদ দিচ্ছি এত চমৎকার সেবা দেওয়ার জন্য। আমি একদম ঠিক আছি।


হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর অবশ্য দেননি সৌরভ। তবে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বেহালার বাড়িতে ফিরে সৌরভ একবার বাইরে বেরিয়েছিলেন। সেখানেই তিনি বলেছেন, আমি ভালো আছি। জীবনে ফিরলাম।


গত শনিবার বুকে ব্যথা ওঠার পর মাথা ঘুরে পড়ে যান ভারতের সাবেক অধিনায়ক। দ্রুত হাসপাতালে নেওয়া হলে জানা যায় ‘মাইল্ড’ হার্ট অ্যাটাক হয়েছে তার। তিনটি ব্লকড ধরা পড়ে। ওই দিনই অ্যাঞ্জিওপ্লাস্টি করে ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়। তার আরও দুটি ব্লকেজ রয়েছে। তবে সেটা খুব ছোট।


তবে আপাতত আরও দুই সপ্তাহ চিকিৎসকদের নির্দেশনা মেনে চলতে হবে সৌরভকে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সৌরভের রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েড এবং শারীরিক অন্যান্য বিষয় নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে স্টেন্ট বসানোর পর সেগুলোতে কোনও পরিবর্তন হচ্ছে কি-না, এর মধ্যেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখে নেয়া হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com