শিরোনাম
ইমরান খান-টেন্ডুলকারদের পাশে মুশফিক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ২০:৩২
ইমরান খান-টেন্ডুলকারদের পাশে মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিশোর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর যারা ক্যারিয়ারে দুর্দান্ত পাফরমেন্স করেছেন এবং এখনো করছেন, সেইসব ক্রিকেটারদের নিয়ে একাদশ তৈরি করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। উইজডেনের প্রকাশিত সেই সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।


২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। তখন তার বয়স ছিল ১৭ বছর। এরপর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭০টি টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ৩৬.৪৭ গড়ে ৪৪১৩ রান করেছেন। এই ৭টি সেঞ্চুরির মধ্যে তিনটি ডাবল-সেঞ্চুরিও আছে।


তাই মুশফিককে দলে নেয়ার ব্যাখ্যাও দিয়েছে উইজডেন। তারা জানায়, এই বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শন স্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোট-খাটো গড়নের এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে ৬০ শতাংশ ডাবল সেঞ্চুরিই তার দখলে।


উইজডেনের সেরা কিশোর একাদশের একজন হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন মুশফিক। শনিবার (২ জানুয়ারি) নিজের ফেসবুক পেইজে মুশফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ। এত কিংবদন্তির সঙ্গে এই দলের একজন হতে পারা চমৎকার অনুভূতির। উইজডেনের সেরা কিশোর টেস্ট একাদশের অংশ হয়ে আমি সত্যিই সম্মানিতবোধ করছি।


উইজডেনের সেরা কিশোর একাদশ : নিল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম এবং প্যাট কামিন্স।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com