শিরোনাম
ইমরুলের পর এবার তামিমের বিদায়
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৫:১৬
ইমরুলের পর এবার তামিমের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিস ওকসের দ্বিতীয় শিকারে পরিণত হলেন তামিম। ৩১ বলে ১৪ রান করে তিনি আউট হন। এর আগে বাংলাদেশের আরেক ওপেনার ইমরুল কায়েসও আউট করেন ওকস। ইমরুল ১৮ বলে ১১ রান করে আউট হন। ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বড় রকমের ধাক্কা খেলো বাংলাদেশ।এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান। ক্রিজে আছেন রিয়াদ ও সাব্বির রহমান।


এর আগে দুপুরে মিরপুর স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারী ইংল্যান্ড।


এদিকে, বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন নাসির। বাদ পড়েছেন মোশাররফ হোসেন।


বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ।


ইংল্যান্ড একাদশ:
জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, বেন ডাকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি এবং ক্রিস ওকস।


বিবার্তা/নাজিম


>ইমরুলের বিদায়ে শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com