শিরোনাম
মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ১৬:৩০
মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ চট্টগ্রাম।


আজকের ম্যাচে নিয়মিত ওপেনার ইমরুল কায়েসকে তিনে পাঠিয়ে নিজেই ওপেনিংয়ে নামেন সাকিব। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গত দুই ম্যাচের মতো আজকেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। নাহিদুল ইসলাম ও তাইজুল ইসলামের ঘূর্ণিবলের সঙ্গে মোস্তাফিজের অসাধারণ কাটিংয়ে ৮৬ রানেই গুটিয়ে গেছে খুলনার ইনিংস।


নাহিদুল ইসলামের বোলিংয়ে মিড অন ও লং অনের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক সৈকতের ক্যাচে পরিণত হন সাকিব। সাকিবের পর পরই মাত্র ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। মাত্র ২ টেকেন তিনি। তাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন নাহিদুল।


দলের হাল ধরার চেষ্টা করে তিনে নামা ইমরুল কায়েস। ২৬ বলে ২১ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে তাকে সঙ্গ দেয়া জহুরুল অমি ১৪ বলে ১৪ রান করে আউট হন।


ইনিংসের ১৮তম ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজের তৃতীয় শিকারে পরিণত হন আরিফুল। এরপর বোলার আলআমিনকেও দ্রুতই ফিরিয়ে দেন মোস্তাফিজ। ১৭.৫ ওভারে ৮৬ রান করতেই থেমে যায় জেমকন খুলনার ইনিংস।


চট্টগ্রামের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট নেন নাহিদুল।তাইজুলও ২টি উইকেট পেয়েছেন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। ৩.৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।


৮৭ রানের মামুলি টার্গেটে নেমে দুর্দান্ত শুরু করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।যেই উইকেটে খুলনার ব্যাটসম্যানরা হাত খুলে মারতেই পারেনি, সেই উইকেটেই রানের বন্যা বইয়ে দিচ্ছেন চট্টগ্রামের ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার।


আল আমিন, শামীম ও হাসান মাহমুদদের তুলোধুনো করে ৩২ রানে ৪০ রান সংগ্রহ করেছেন লিটন দাস।অন্যদিকে কিছুটা মন্থর গতিতে ২৬ বলে ২৬ রান সংগ্রহ করেছেন সৌম্য।এ পর্যন্ত ৯ ওভার শেষে গাজী গ্রুপ চট্টগ্রামের সংগ্রহ বিনা উইকেটে ৬৭ রান। জয় পেতে চট্টগ্রামের ৬১ বলে ২০ রানের প্রয়োজন। হাতে আছে সবকটি উইকেট।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com