
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এনফিল্ডে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিভারপুল। গত তিন মৌসুমে এনফিল্ডে কোনো লিগ ম্যাচ হারেনি লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নদের এর আগে কখনও এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল না।
রবিবার (২২ নভেম্বর) রাতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন অলরেডরা। শুধু তাই নয়; লিস্টার সিটিকে হারিয়ে নতুন রেকর্ড গড়েছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এ জয়ে নিজেদের ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকল দলটি। এর আগে রেকর্ডটি ছিল ৬৩ ম্যাচ জয়ের। ১৯৮১ সালে সে রেকর্ড গড়ে লিভারপুল। সে হিসাবে নিজেদের ৩৯ বছরের রেকর্ডকেই ভাঙল লিভারপুল।
লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে এই রেকর্ড গড়ে অলরেডরা। সেই সঙ্গে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেও ওঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে টটেনহাম।
অ্যানফিল্ডে লিভারপুল সর্বশেষ হেরেছিল ২০১৭ সালে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এরপর থেকে ঘরের মাঠে ৬৪ ম্যাচ অপরাজিত তারা। যার মধ্যে আছে ৫৩ জয় ও ১১ ড্র।
এর আগে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত ঘরের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল লিভারপুল।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]