শিরোনাম
হাসপাতালে ভর্তি কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ১৬:৪৫
হাসপাতালে ভর্তি কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।


চিকিৎসকরা জানিয়েছেন, কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কপিল দেব এখন বিপদমুক্ত এবং তিনি সুস্থ্য আছেন। তার অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তার সুস্থতা কামনা করেছেন সমর্থকরা।


১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় হরিয়ানা হ্যারিকেনের।১৯৮৩ সালে তার নেতৃত্ব প্রথম বিশ্বকাপ জয় করে ভারত। সেই বিশ্বকাপে ১৭৫ রানের চমৎকার একটি ইনিংসও খেলেছিলেন কপিল। ক্যারিয়ারে ১৩১টি টেস্টে ৪৩৪টি উইকেট নিয়েছেন কপিল।


২২৫টি ওয়ানডে ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ২৫৩টি। টেস্টে এ অলরাউন্ডার করেছেন ৫ হাজার ২৫৮ রান। ওয়ানডেতে তার রানের সংখ্যা ৩ হাজার ৭৮৩ রান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com