শিরোনাম
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল
প্রকাশ : ১০ অক্টোবর ২০২০, ০৮:৪২
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রেঞ্চ ওপেনের মুকুটহীন সম্রাট বলা হয় রাফায়েল নাদালকে। এই প্রতিযোগিতায় ১২বার শিরোপা জেতা তারকাকে সেমিফাইনালে হারাতে হলে অতিমানবীয় কিছুই করতে হতো ডিয়েগো শোয়ার্টজমানকে। কিন্তু রাফায়েল নাদাল সহজ জয়ে নিশ্চিত করেছেন ফাইনাল।


সেমিফাইনালের ১২তম বাছাইকে হারাতে খুব বেশি কষ্ট করতে হয়নি নাদালের। প্রথম দুই সেট ৬-৩, ৬-৩ গেমে জয়ের পর শেষ শেষটা ছিল কষ্টসাধ্য। কিন্তু ৭-৬ (৭-০) গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেছেন নাদালই।


অবশ্য নাদালের অতীত পরিসংখ্যান তার হয়েই কথা বলছিল ম্যাচের আগে। আগের ১৩বারই জিতেছেন শেষ চারের লড়াই। শুধু দুটি লড়াইয়ে ছিল হার। ফাইনালে তার প্রতিপক্ষ হয়, সার্বিয়ান নোভাক জোকোভিচ অথবা গ্রিক স্তেফানোস সিসিপাস।


ফাইনালে নাদাল শিরোপা জিতলে রেকর্ড স্পর্শ করবেন কিংবদন্তি রজার ফেদেরারের। ১৯টি গ্র্যান্ড স্লাম জিতে তার পরেই অবস্থান নাদালের। ফলে ফেদেরারের রেকর্ড ছুঁতে (২০টি গ্র্যান্ড স্লাম) আর একটি গ্র্যান্ড স্লাম প্রয়োজন।


জয়ের পর নাদাল বলেছেন, ডিয়েগোর বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তবে যেভাবে আমি খেলেছি, তাতে সন্তুষ্ট। মনে হচ্ছে আমার উন্নতি হচ্ছে, তাই ম্যাচটা আমার জন্য ইতিবাচক।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com