শিরোনাম
নতুন ম্যাচে কোহলির নতুন রেকর্ড
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২০, ১১:২৫
নতুন ম্যাচে কোহলির নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা প্রায়ই দেখা যায়। ব্যাট হাতে মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড গড়েন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। যার ব্যাটে জাদুতে মোহাচ্ছন্ন থাকে পুরো ক্রিকেট বিশ্ব। সে তুলনায় এবারের আইপিএলের শুরুটা ঠিক প্রত্যাশামাফিক হয়নি কোহলির। রান পাননি প্রথম তিন ম্যাচে।


তবে ঘুরে দাঁড়াতেও খুব একটা সময় নেননি কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর চতুর্থ ম্যাচেই খেলেছেন ম্যাচ জেতানো ৭২ রানের ইনিংস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ইনিংসের মাধ্যমে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাড়ে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।


রাজস্থানের বিপক্ষে ৭২ রানের পর সোমবার দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ৪৩ রান করেছেন কোহলি। যা তাকে এনে দিয়েছে আরও একটি গৌরব। বিশ্বের সপ্তম এবং ভারতীয়দের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার ক্লাবে প্রবেশ করেছেন কোহলি। দিল্লির বিপক্ষে দশম রান নেয়ার পথে এ কীর্তি গড়েছেন কোহলি।


তার আগে ভারতের আর কোনো ব্যাটসম্যান তো নয়ই, পুরো বিশ্বের মাত্র ছয়জন ব্যাটসম্যান পেরেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রান করতে। তারা হলেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।


টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক


১/ ক্রিস গেইল - ৩৯৬ ইনিংসে ১৩২৯৬ রান, সেঞ্চুরি ২২, সর্বোচ্চ ১৭৫*
২/ কাইরন পোলার্ড - ৪৬২ ইনিংসে ১০৩৭০ রান, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০৪
৩/ শোয়েব মালিক - ৩৬৬ ইনিংসে ৯৯২৬ রান, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৯৫*
৪/ ব্রেন্ডন ম্যাককালাম - ৩৬৪ ইনিংসে ৯৯২২ রান, সেঞ্চুরি ৭, সর্বোচ্চ ১৫৮*
৫/ ডেভিড ওয়ার্নার - ২৮৬ ইনিংসে ৯৪৫১ রান, সেঞ্চুরি ৮, সর্বোচ্চ ১৩৫*
৬/ অ্যারন ফিঞ্চ - ২৮৭ ইনিংসে ৯১৬১ রান, সেঞ্চুরি ৮, সর্বোচ্চ ১৭২
৭/ বিরাট কোহলি - ২৭১ ইনিংসে ৯০৩৩ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ১৩৩


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com