শিরোনাম
ফিক্সিংকাণ্ডে ৫ বছর নিষিদ্ধ আফগান কোচ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৮
ফিক্সিংকাণ্ডে ৫ বছর নিষিদ্ধ আফগান কোচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ঘরোয়া ক্রিকেটের সহকারী কোচ নূর মোহাম্মদকে। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছিল এসিবির দুর্নীতি বিরোধী ইউনিট।


এসসিএলের গত সংস্করণের কয়েকটি ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের স্পট-ফিক্সিংয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন লালাই।


আফগান ঘরোয়া লিগের এই কোচকে নিষিদ্ধ করার ব্যাপারে এসিবি’র দুর্নীতি দমন বিভাগের সিনিয়র ম্যানেজার সাঈদ আনওয়ার শাহ কোরাইশি বলেন, ‘এটা খুবই হতাশাজনক এবং মারাত্মক অপরাধ, যেখানে ঘরোয়া লিগের জুনিয়র লেভেলের কোচ ২০১৯ সালের ঘরোয়া ক্রিকেট এসসিএলে দুর্নীতির সঙ্গে জড়িত।


তিনি আরো বলেন, ‘এই কোচ, অ্যাজেন্ট হিসেবে, এসসিএলে জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফিক্সিংয়ের দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করেন। যদিও তিনি তাতে ব্যর্থ হোন।’


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com