শিরোনাম
যাদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন ছিল, জানালেন সাঙ্গাকারা
প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ১৮:৩৯
যাদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন ছিল, জানালেন সাঙ্গাকারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বের যেসব তারকা বোলারের বিপক্ষে ব্যাটিং করা কঠিন ছিল তাদের নাম জানিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।


লংকান সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম ছিলেন দুর্দান্ত একজন বোলার। তার বোলিংয়ের বিপক্ষে মুখোমুখি হওয়া আমার জন্য দুঃস্বপ্ন ছিল।


৪২ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ভারতের সাবেক তারকা পেসার জহির খানও দুর্দান্ত একজন বোলার ছিলেন। আমি অনেকবার তার বোলিংয়ের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তার বিপক্ষে খেলা ছিল অত্যন্ত কঠিন।


শ্রীলংকার হয়ে ৪৫টি ওয়ানডে, ২২টি টি-টোয়েন্টি আর ১৫টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেয়া সাঙ্গাকারা আরো বলেন, শ্রীলংকার কন্ডিশনে মুত্তিয়া মুরালিধরনের বল মোকাবেলা করা ছিল আমার জন্য খুবই কষ্টের। তিনি একজন অসাধারণ বোলার ছিলেন। তার বলে টার্ন এবং বৈচিত্র্য ছিল।


ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতি ক্রিকেটে ৫৯৪ ম্যাচে ৬৩টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ১৬ রান সংগ্রহ করেছেন কুমার সাঙ্গাকারা। বর্তমানে বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়কারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com