শিরোনাম
চীনা স্পন্সরে আইপিএল, সমর্থকেরা ক্ষুব্ধ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২০, ১৫:৪৫
চীনা স্পন্সরে আইপিএল, সমর্থকেরা ক্ষুব্ধ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, তারা এই বছরের টুর্নামেন্টের জন্য চীনা স্পন্সরদের সঙ্গ চালিয়ে যাবে৷ তবে এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তীব্র সমালোচনা করেছে রাজনৈতিক নেতারা৷


বিসিসিআই আগে জানিয়েছিল যে, তারা সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীনা স্পন্সরের বিষয়টি পুনর্বিবেচনা করবে৷ ১৫ জুন পূর্ব লাদাখে চিনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন৷ এর পরই সারা দেশে চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়৷ ভারত সরকারের তরফেও চীনা বিরোধী পদক্ষেপ নেয়া হয়৷ প্রায় শতাধিক চীনা অ্যাপ বন্ধের নির্দেশ দেওয়া হয় সরকারের তরফে৷


এই প্রসঙ্গে আইপিএলে টাইটেল স্পন্সর ভিভো মোবাইলের বিরুদ্ধে সরব হয় সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরে৷ কিন্তু সে সময় বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল এ নিয়ে বোর্ড পরে সিদ্ধান্ত নেবে৷ কিন্তু আইপিএল গভর্নিং কমিটির বৈঠকে চলতি বছরে আইপিএলে সেই চীনা টাইটেল স্পন্সর রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷


দ্য প্রিন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) আরো এক ধাপ এগিয়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছে৷ সেপ্টেম্বরের অনুষ্ঠিত হতে চলা আইপিএলের অনুমতি আটকে রাখার আহবান জানিয়েছে।


সিএআইটির জাতীয় সাধারণ সম্পাদক প্রবীন খান্দেলওয়াল চিঠিতে লিখেছেন, ‘বিসিসিআইয়ের সিদ্ধান্ত জনগণের সুরক্ষাকে একেবারেই উপেক্ষা করার জন্য অর্থের লোভ দেখায় এবং তাতে চিনা সংস্থাও জড়িত৷’ চিঠিতে শাহ ও জয়শঙ্করকে অনুরোধ করে লেখা হয়েছে, ‘বিষয়টি তাত্ক্ষণিকভাবে বিবেচনা করা এবং ভারতে বা দুবাই বা অন্য কোথাও আইপিএল অনুষ্ঠিত হওয়ার জন্য বিসিসিআইকে কোনো অনুমতি না দেয়ার জন্য৷’


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com