শিরোনাম
ভুয়া নিউজ বিশ্বাস না করার আহ্বান মাশরাফির
প্রকাশ : ১১ জুলাই ২০২০, ২২:১৭
ভুয়া নিউজ বিশ্বাস না করার আহ্বান মাশরাফির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আবারো ভুয়া নিউজ প্রকাশ করেছে বিভিন্ন অনলাইন পোর্টাল। দেশের কতিপয় অনলাইন পোর্টালে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নিউজ প্রকাশিত হয়েছে মাশরাফি করোনা মুক্ত।


এমন সংবাদে অবাক হয়েছেন মাশরাফি। বিভিন্ন পোর্টালে ফেইক নিউজ দেখে নিজের অফিসিয়াল ফেসবুকে স্ট্যাটাস দেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাশরাফি। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-


‘আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।’


‘ইনশাআল্লাহ আগামীকাল (রোববার) আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে (সামাজিক যোগাযোগের মাধ্যমে) জানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com