
সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।
বৃহস্পতিবার (৯ জুলাই) হোল্ডারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২০৪ রানেই গুঁড়িয়ে যায় ইংলিশদের ইনিংস। এদিন জেসন হোল্ডার একাই নিয়েছেন ৪২ রানে ৬ উইকেট। শুধু সাকিবই নয়, রঙ্গনা হেরাথ, শন পোলকের রেকর্ডেও ভাগ বসিয়েছেন জেসন।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাকিব নিয়েছিলেন ৩৩ রানে ৬ উইকেট, যা টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক ইনিংসে সেরা বোলিং ফিগারে তৃতীয় সেরা।
২০১৯ সালে সেপ্টেম্বরে চট্টগ্রাম টেস্টে আফগান অধিনায়ক রশিদ খান নেন ৪৯ রানে ৬ উইকেট। এটি অধিনায়কের সেরা বোলিং ফিগারে শীর্ষ পাঁচে। এবার সাউদাম্পটনে হোল্ডারের ৪২ রানে ৬ উইকেটের রেকর্ডটি তাই রশিদকে ডিঙিয়ে সাকিবের পেছনে গিয়ে দাঁড়াল।
সাকিবের সামনে রয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পোলক ও লংকান স্পিনার রঙ্গনা হেরাথ।২০০১ সালে কেপটাউনে শ্রীলংকার বিপক্ষে ৩০ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওই টেস্ট ম্যাচের প্রোটিয়া অধিনায়ক পোলক। আর ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৬৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথ।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]