শিরোনাম
পাকিস্তানের খন্ডকালীন ব্যাটিং কোচ ইউনূস খান
প্রকাশ : ০৯ জুন ২০২০, ২১:১৭
পাকিস্তানের খন্ডকালীন ব্যাটিং কোচ ইউনূস খান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক ইউনূস খানকে। আর স্পিন বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে ডান-হাতি লেগ-স্পিনার মুশতাক আহমেদকে।


প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকারের সাথে যুক্ত হবেন ইউনূস ও মুশতাক। তবে শুধুমাত্র ইংল্যান্ড সফরের জন্য ইউনূস-মুশতাককে নিয়োগ দেয়া হয়েছে।আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সূচি নির্ধারিত আছে। সফরে তিনটি করে টেস্ট ও টি-২০ খেলবে পাকিস্তান।


পিসিবির পক্ষ থেকে এমন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছসিত ইউনূস। তিনি বলেন, আমার কাছে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার থেকে বেশি গৌরব আর কিছু হতে পারেনা। আমি অনেক আনন্দিত যে, ইংল্যান্ড সফরে আমাকে ব্যাটিং পরামর্শকদের দায়িত্ব প্রদান করা হয়েছে। পাকিস্তান দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যাদের ভালো করার সামর্থ্য রয়েছে। মিসবাহ-ওয়াকার-মুশতাকের সাথে কাজ করে, তাদেরকে আরো ভালোভাবে গড়ে তুলবো এবং মাঠের ভেতর ও বাইরে তাদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা করবো।


২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে একত্রে ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ ও ইউনূস। দীর্ঘদিন পাকিস্তানের মিডল-অর্ডারের কান্ডারিও ছিলেন তারা। তাই মিসবাহ- ইউনূসের বোঝাপড়াটা বেশ ভালো।


ব্যাটিং কোচ হিসেবে ইউনূসকে পাবার ব্যাপারে মিসবাহ বলেন, আমি ইউনূস খানকে স্বাগত জানাই এবং তার সঙ্গে কাজ করে পাকিস্তানের ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দুইজন, দুইজনকে অনেক ভালোভাবে চিনি, দীর্ঘদিন একত্রে খেলেছি। পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অতীতে যেভাবে কাজ করেছি এখনো তাই করতে চাই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com