শিরোনাম
পাকিস্তান বা আমিরাতে নয় এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়
প্রকাশ : ০৯ জুন ২০২০, ১৭:১২
পাকিস্তান বা আমিরাতে নয় এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৮ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় নির্ধারিত হয় চলতি বছরের এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তানে। তবে পাকিস্তানের মাঠে খেলা হলে ভারত এশিয়া কাপ বয়কট করতে পারে বলে কথা ওঠে। ফলে টানা দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে এশিয়া কাপ এমন সম্ভাবনা ছিল।


তবে করোনাভাইরাসের কারণে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত নয়। বরং সেপ্টেম্বরে আয়োজিত ২০২০ এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। এমন তথ্য জানিয়েছেন, খোদ শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। তিনি জানালেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য সবুজ সঙ্কেত দেয়া হয়েছে তাদেরকে।


সোমবার (৮ জুন) এসিসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদস্য বোর্ড নিয়ে বৈঠক করে। যেখানে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে জোর দেয়া হয়। তবে করোনার অবস্থা বিবেচনা করে সম্ভাব্য ভেন্যু নির্বাচন করা হবে বলে সিদ্ধান্তে পৌঁছায় তারা।


বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানায়, এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে এবং যথাযথ সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


এরপরে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম সিলন টুডেকে এসএলসির সভাপতি শাম্মি সিলভা জানান, পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের জন্য সবুজ সংকেত দিয়েছে শ্রীলঙ্কাকে।


লঙ্কান ক্রিকেটের সভাপতি বলেন, পিসিবির সঙ্গে কথা হয়েছে আমাদের এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের দেশে টুর্নামেন্ট আয়োজনে তারা এর মধ্যেই রাজী হয়েছে। সোমবার অনলাইনে এসিসির সভা হয়েছে এবং তারা আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com