শিরোনাম
অক্টোবরে হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ
প্রকাশ : ০৬ জুন ২০২০, ০৯:০২
অক্টোবরে হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে গেলো কয়েকমাস ধরে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফিফা ও এএফসি স্বীকৃত ম্যাচগুলোও স্থগিত হয়ে আছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের নতুন প্রস্তাবিত তারিখ দেয়া হয়েছে।


বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আগামী ৮ ও ১৩ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর ম্যাচের প্রস্তাব দিয়েছে।


এএফসির ওয়েবসাইটে সূত্রে এ তথ্য জানা গেছে।


২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলছে বাংলাদেশ। গত বছরের ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে মাস্কটে সর্বশেষ ম্যাচ খেলেছে জেমি ডের দল।


করোনাভাইরাসের কারণে মার্চ ও জুন মাসে নির্ধারিত ম্যাচ বাতিল করা হয়েছিল আগেই। তাই অক্টোবরেই ফের আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা।


এএফসির ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়েছে ,অফিসিয়াল, সমর্থকসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও চিকিৎসার মতো বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে গভীরভাবে। করোনার কারণে সূচি পরিবর্তনের প্রয়োজন হলে সেটিও জানানো হবে সংশ্লিষ্ট দেশগুলোকে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com