শিরোনাম
লঙ্কান বোর্ডের প্রস্তাবে রাজি নয় বিসিবি
প্রকাশ : ২১ মে ২০২০, ১৬:০৫
লঙ্কান বোর্ডের প্রস্তাবে রাজি নয় বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত ও বাংলাদেশের বিপক্ষে ভিন্ন দুটি সিরিজ নির্ধারিত সময়ে আয়োজনের প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এএসলসি)। লঙ্কান বোর্ডের প্রস্তাবে এখনই রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দ্রুত পুনরায় ক্রিকেট শুরু হওয়ার কোনো সম্ভাবনা বা শ্রীলঙ্কা সফরের কোনো সুযোগ নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে এখনই এ বিষয়ে আলোচনারও কোনো উপায় নেই।


পাপন বলেন, পুনরায় ক্রিকেট শুরুর ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ আমি দিতে পারছি না। সেটি জুলাই বা আগস্ট হোক। এই মূর্হুতে এটি সম্পূর্ণ অনিশ্চিত।


পাপন আরো বলেন, শ্রীলঙ্কা আমাদের আতিথেয়তা দিতে চায়। কিন্তু এ অবস্থায় সেখানে খেলোয়াড়দের পাঠানোর সিদ্বান্ত নেয়াটা কঠিন। অনুশীলনের সাথে অন্যান্য অনেক বিষয় আছে,আমাদের ক্রিকেট পুনরায় চালু করা দরকার। বর্তমানে শ্রীলঙ্কায় পরিস্থিতি বেশ ভালো কিন্তু এক মাস পর সেখানে পরিস্থিতি ভালো থাকবে এই নিশ্চয়তা কেউই দিতে পারে না।


ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড হওয়ার পর গত ১৭ মার্চ থেকে দেশে সব ধরনের ক্রিকেট স্থগিত আছে। সম্প্রতি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব), আগামী জুনে পুনরায় ডিপিএল শুরুর আহ্বান জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেরই এই ঘরোয়া লিগই উপার্জনের একমাত্র উৎস। কিন্তু আগামী জুনে পুনরায় ক্রিকেট শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিসিবির একাধিক ডিরেক্টর।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com