শিরোনাম
বেতন কম নিতে রাজি রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ও কোচিং স্টাফ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১১:১৮
বেতন কম নিতে রাজি রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ও কোচিং স্টাফ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইসরাস পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ১০ থেকে ২০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।


বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে রিয়াল জানায়, বেতন কাটার প্রকৃত পরিমাণটা নির্ধারণ হবে ২০১৯-২০ মৌসুম কীভাবে শেষ হবে তার ওপর। ক্লাব ডিরেক্টরস ও তাদের বাস্কেটবল দলও বেতন কম নিতে রাজি হয়েছে।


এরই মধ্যে সঙ্কটকালীন সময়ে ৭০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা।


বুন্ডেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, শালকে-০৪, হফেনহাইমের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুসও।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com