শিরোনাম
ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৮:৪৪
ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সফরকারী ইংল্যান্ডের দেয়া ৩১০ রানের টার্গেট সামনে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে তারা।


শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড।


দুই উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় ও জেমস ভিন্স ৭ ওভারে তোলেন ৪১ রান। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ভিন্সকে বিদায় করে ৪১ রানের জুটি ভাঙেন পেসার শফিউল ইসলাম। তার বলে তুলে মারতে গিয়ে মিডঅনে মাশরাফিকে ক্যাচ দিয়ে ফেরেন ফিন্স (২০ বলে ১৬)।


ভিন্স ফিরলেও ভয়ংকর হয়ে উঠছিলেন রয়। তবে ইনিংসের দ্বাদশ ওভারে এসে রয়কে সাজঘরের পথ দেখান সাকিব আল হাসান। তার বলে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅফ বাউন্ডারির কাছে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন রয় (৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১)।


পরের ওভারে সাব্বিরের সরাসরি থ্রোয়ে রানআউট নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা জনি বেয়ারস্টো (০)। ইংলিশ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের বল মিডঅফে পাঠিয়ে দিয়েই রানের জন্য দৌড় দিয়েছিলেন। কিন্তু দ্রুত বল তুলে বুলেট গতির থ্রোয়ে স্টাম্পের বেল ফেলে দেন সাব্বির। ৬৩ রানেই ৩ উইকেট হারিয়ে তখন ভীষণ চাপে সফরকারীরা।


এরপর চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন অভিষিক্ত বেন ডাকেট ও বেন স্টোকস। দুজন মিলে দলের স্কোর শতরান পার করেন। স্টোকস তুলে নেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। ব্যক্তিগত ৬৯ রানে সাজঘরে ফিরতে পারতেন স্টোকস। তবে তাসকিনের বলে মিডঅনে স্টোকসের ক্যাচ ফেলে দেন মাহমুদউল্লাহ। পরের ওভারে মাশরাফির বলে ডিপ কভারে স্টোকসের আরেকটি ক্যাচ ফেলে দেন মোশাররফ হোসেন রুবেল।


অবশেষে ৩৯তম ওভারে ডাকেটকে ফিরিয়ে ১৫৩ রানের বড় জুটি ভাঙেন শফিউল। এর আগেই অবশ্য ফিফটি তুলে নেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ডাকেট। শফিউলের বলে বোল্ড হওয়ার আগে ৭৮ বলে ৬ চারে ৬০ রান করেন এই বাঁহাতি।


ডাকেট ফিরলেও দুবার জীবন পাওয়ার সুযোগটা কাজে লাগান স্টোকস। ৯৮ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। সেঞ্চুরির পরেই অবশ্য মাশরাফির বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে ফেরেন স্টোকস। ১০০ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ১০১ রান।


আর শেষ দিকে অধিনায়ক জস বাটলারের ঝোড়ো ফিফটিতে তিনশ’ ছাড়ানো পুঁজি পায় ইংল্যান্ড। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন ইংলিশ অধিনায়ক।


বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাশরাফি, শফিউল, সাকিব নেন ২টি করে উইকেট। মাশরাফি ১০ ওভারে রান দিয়েছেন ৫২, শফিউল ৯ ওভারে ৫৯, সাকিব ১০ ওভারে ৫৯।


বাংলাদেশের শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। ধারাবাহিকভাবে খারাপ খেলা সৌম্য সরকার একাদশে সুযোগ হারিয়েছেন। ফিরেছেন ইমরুল কায়েস। ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে বেন ডাকেট ও জ্যাক বলের।


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।


ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জেমস ভিঞ্চি, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, জেক বল।


বিবার্তা/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com