শিরোনাম
দুর্দশাগ্রস্থ মানুষের পাশে সানিয়া মির্জা
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ২২:৫১
দুর্দশাগ্রস্থ মানুষের পাশে সানিয়া মির্জা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে করোনাভাইরাসে প্রভাবে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছেন দেশটির ক্রীড়া ব্যক্তিত্বরা। শচিন টেন্ডুলকার থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, সুরেশ রায়নারা বড় বড় অর্থ অনুদান দিয়েছেন সরকারের তহবিলে।


এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাও। তবে তিনি অন্যদের মত করে নন, করোনা তহবিলে টাকা দেয়ার জন্য তিনি আরো কয়েকজনের কাছ থেকে অনুদান গ্রহণ করেছেন। এক সপ্তাহের চেষ্টায় সব মিলিয়ে ১ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন সানিয়া।


তবে সানিয়াদের চেষ্টা এখানেই থেমে থাকছে না। তিনি নিজে যে ফান্ড গঠন করেছেন, সেখানে আরো অর্থ সংগ্রহ চলতে থাকবে। সবশেষে তারা এই অর্থ দিয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ হওয়া পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিতে চান।


টুইটারে সানিয়া মির্জা লিখেছেন, গত সপ্তাহে আমরা একটি দল হিসেবে কিছু দুর্দশাগ্রস্থ পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। আমরা হাজারের ওপর পরিবারকে খাদ্য সহায়তা দিতে চাই। এ কারণে গত এক সপ্তাহে এক কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছি। আমরা অন্তত এক লাখ পরিবারকে সহায়তা দিতে পারবো। এই প্রচেষ্টা আমাদের চলমান থাকবে। আমরা একসঙ্গে থাকতে চাই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com