শিরোনাম
১৫শ পরিবারের পাশে দাঁড়ালেন মাশরাফি
প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৩:৪৫
১৫শ পরিবারের পাশে দাঁড়ালেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা সংকটে ক্রিকেটের অর্থ দিয়ে এক হাজার ৫ শ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।


বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মাশরাফি বিন মর্তুজার মামা নাহিদুর রহমানের তত্বাবধায়নে নড়াইল পৌর এলাকার অর্ধশত হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সমগ্রী পৌঁছে দেয়া হয়।


নড়াইলে মাশরাফিদের প্রথম দফার সহায়তা পাচ্ছেন মূলত চা বিক্রেতা, রিকশা-ভ্যান চালক ও হকাররা। তালিকা করে তিনশর বেশি পরিবারকে দেয়া হচ্ছে ৯ কেজির একটি করে প্যাকেট, যেখানে থাকছে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, পেঁয়াজ ও আলু।


নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বোস বলেছেন, ‘সদর এবং লোহাগড়া উপজেলায় ১২০০ নিম্নবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। এখন তালিকা তৈরির কাজ চলছে। সংকটকালীন সময়ে বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।


তিনি আরও জানান, মাশরাফি তার নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স এবং গণমাধ্যমকর্মীদের জন্য ২০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ব্যবস্থা করেছেন এবং আরও ৩০০ পিপিইর ব্যবস্থা করা হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com