শিরোনাম
আমরা লোভী ও নির্মম জাতি: রুবেল হোসেন
প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৭:৪৭
আমরা লোভী ও নির্মম জাতি: রুবেল হোসেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে চীনসহ বিভিন্ন দেশে প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রি করে দেয়া হয়েছে। অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে মাত্র ৫ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ৫০ টাকায়।


ব্যবসায়ীদের এমন অমানুষিক কার্যকলাপ নিয়ে জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এত বড় একটা বিপর্যয় গেল, মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই আমাদের দেশে ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। কারণ আমরা লোভী অমানুষ!


ফেসবুক পেজে রুবেল হোসেন আরো লেখেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের, যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?


অকারণে মূল্য বৃদ্ধিকারীদের ধিক্কার জানিয়ে রুবেল লিখেছেন, মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সব লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনাভাইরাস।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com