শিরোনাম
জন্মদিনে তামিমকে আইসিসি’র শুভেচ্ছা
প্রকাশ : ২০ মার্চ ২০২০, ২৩:৪৫
জন্মদিনে তামিমকে আইসিসি’র শুভেচ্ছা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ৩১তম জন্মদিন আজ (২০ মার্চ)। এই জন্মদিনে তামিমকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিলয়াল পেইজে তামিমকে নিয়ে গত বিশ্বকাপে তৈরি একটি ভিডিও আপলোড করেছে আইসিসি। সেই ভিডিও ক্যাপশনে, তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আইসিসি।


২ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে তামিমের ব্যাটিং-এ তুলে ধরা হয়েছে। ভিডিওর সাথে সেখানে তামিমকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কর্টনি ওয়ালশ। এই তিন সাবেক তামিমের ব্যাটিং-এর প্রশংসাই করেন।


গত বছরের জুনে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৯ দশমিক ৩৭ ব্যাটিং গড়ে ২৩৫ রান করেন তামিম।


সম্প্রতি দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ান বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছেন তামিম।


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দুই ম্যাচে অংশ নিয়ে দু’টি দুর্দান্ত সেঞ্চুরি করেন তামিম। ১৫৮ ও অপরাজিত ১২৮।


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নামেন তামিম। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৯ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। ম্যাচে ৯ রানে জয় পায় তামিমের প্রাইম ব্যাংক।


অবশ্য প্রথম রাউন্ড শেষে ডিপিএল স্থগিত হয়েছে। করোনাভাইরাসের প্রার্দুভাবে বিশ্বের সকল খেলাধুলাই এখন স্থগিত। বাদ পড়েনি ডিপিএলও।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com