শিরোনাম
অধিনায় হতে প্রস্তুত মুশফিক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪
অধিনায় হতে প্রস্তুত মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম। সম্প্রতি দেশের জনপ্রিয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মুশফিক এ ইচ্ছা পোষণ করেন।


তিনি বলেন, অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সম্মানের কাজ। সবারই স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এবং নেতৃত্ব দেয়ার। তবে এ সুযোগ প্রত্যেকের কাছে আসে না। তো সেরকম কোনো প্রস্তাব যদি ভবিষ্যতে আসে, তা হলে আমি ভেবে দেখব।


মুশফিককে অবশ্য দলনায়কের দায়িত্ব দেয়ার ব্যাপারে বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই ক্যাপ্টেন হিসেবে মাশরাফির বিদায় হচ্ছে। এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায় বোর্ড।


বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ওয়ানডে সিরিজ নিয়ে এখনই চিন্তা করতে হবে। আবার অধিনায়কত্ব নিয়ে যদি বলেন, সেটাও এখন থেকে ভাবতে হবে। আমাদের এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।


২০১১-২০১৪ সাল পর্যন্ত মুশফিকের অধীনে ৩৭ ওয়ানডে খেলে বাংলাদেশ। জয়ের দেখা পায় ১১টি। একই সময়কালে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। টাইগাররা জেতে ৮টি।


সর্বোপরি, টেস্ট ক্রিকেটে তুলনামূলক লম্বা সময় ধরে ক্যাপ্টেনসি করেন মুশফিক। ২০১৭ সালে গুরুদায়িত্ব ছেড়ে দেয়ার আগে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেন তিনি। যার মধ্যে ৭টি জয় পায় বাংলাদেশ


একসময় তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। পরে সব সংস্করণ থেকে সরে দাঁড়ান তিনি। প্রথমে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের দায়িত্ব নেন মাশরাফি বিন মুর্তজা। এরপর সাকিব আল হাসানের হাতে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় বিসিবি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com